ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পপি আসছেন ‘অশ্লীল যুগের’ নায়িকা হয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ১৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:০৭, ১৩ সেপ্টেম্বর ২০১৮

তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস বাংলা চলচ্চিত্রের ‘অশ্লীল যুগের আলোকে এসটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। যার প্রধান চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা পপি।

পপির জন্মদিনে বুলবুল বিশ্বাস সিনেমাটির পোস্টার নিজের ফেইসবুকে শেয়ার করে এ ঘোষণা দেন।

এ বিষয়ে নির্মাতা বলেন, ‘২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনেক ভালো ভালো চলচ্চিত্রের ভেতরও হঠাৎ অনাকাঙ্ক্ষিত দৃশ্য ঢুকে যেত। তখন পরিবার নিয়ে চলচ্চিত্র দেখা যেত না। আমরা তখন অনেক দর্শক হারিয়েছি। ওই সময়টাই তুলে আনতে চাই আমার নতুন এ সিনেমায়।’

এদিকে প্রকাশিত পোস্টার নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। পোস্টারে আবেদনময়ী ভঙ্গিমায় দেখা গেছে পপিকে। তার পেছনে আরেক অভিনেতাকে দেখা গেছে। তবে কে এই নায়ক তার  পরিচয় পাওয়া যায়নি।

পোস্টার নিয়ে সমালোচনার বিষয়ে বুলবুল বলেন, ‘পোস্টার দেখে ফিল্মের সমালোচনা করাটা যায় না। শুধু বইয়ের মলাট দেখে ভেতর করা যায় না। আমরা আবেদনময়ী একটা ফিল আনার চেষ্টা করেছি। ওই সময়টাকে বোঝানোর জন্য পোস্টারটা করেছি। এটাতে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে।’

উল্লেখ্য, পরিচালক বুলবুল বিশ্বাস শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ‘রাজনীতি’ সিনেমাটি নির্মাণ করে আলোচনায় এসেছিলেন। এরপর নতুন এই সিনেমাটি শুরু করছেন তিনি।

ডিসেম্বর থেকে ‘কাট পিছ’ শিরোনামের এই চলচ্চিত্রের কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি