ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বসগিরি ২-তে বুবলীর সঙ্গে আরও এক নায়িকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ১৩ সেপ্টেম্বর ২০১৮

ঢালিউডের আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ২০১৬ সালে শামিম আহম্মেদ রনি পরিচালিত ‘বসগিরি চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার। এতে তিনি অভিনয় করেন চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে। সম্প্রতি সিনেমাটির সিরিজ নির্মাণ করার ঘোষণা দিয়েছেন এর প্রযোজক টপি খান। খান ফিল্মসের ব্যানারে আগামী বছরের প্রথম দিকে এটি শুরু হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিয়ে সিনেমার প্রযোজক টপি খান বলেন, ‘বসগিরি সিনেমার মাধ্যমে আমরা নায়িকা বুবলীকে চলচ্চিত্রে নিয়ে এসেছিলাম। এটি দর্শক প্রিয়তা পাওয়ার পরই আমি ঘোষণা দিয়েছিলাম সিনেমার সিরিজ নির্মাণ করব। এবার আমরা বুবলীকে নিয়ে সিনেমার সিরিজ শুরু করছি। এরই মধ্যে শাকিব খান ও বুবলীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। তবে সিনেমাতে বুবলীর সঙ্গে আরও একজন নায়িকা থাকবেন। নতুন কাউকে আমরা এতে নেওয়ার চিন্তা করছি। আশা করি বছরের শেষের দিকে আমরা নতুন নায়িকার পরিচয় জানাতে পারব।’

প্রযোজক আরও বলেন, ‘আমরা সিকুয়াল বানাব না। সিরিজ বানানোর চিন্তা করছি। বসগিরি-২ দর্শক পছন্দ করলে আমরা বসগিরি-৩ নির্মাণ শুরু করব। সিনেমাটি একেবারেই মৌলিক গল্প নিয়ে বানাব। এরই মধ্যে সিনেমার গল্প তৈরির কাজ করছি। আগামী বছরের শুরুতেই আমরা শুটিং শুরু করব।’

উল্লেখ্য, শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ সিনেমাটি মুক্তি পায় ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর ঈদুল ফিতরে। এতে শাকিব ও বুবলী ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি