ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আগুনের গানে সালমান শাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে একটি নতুন গানে কণ্ঠ দিলেন আগুন। ‘লাভ ইউ সালমান শাহ’ শিরোনামের গানটি লিখেছেন নিহার আহমেদ এবং সুর করেছেন মুরাদ নূর। ১২ সেপ্টেম্বর গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

জানা গেছে, সালমান শাহ অভিনীত ২৭টি সিনেমার নাম ব্যবহার করে এ গানটির কথা লেখা হয়েছে। এটি নিয়ে বেশ কিছুদিন থেকেই হোমওয়ার্ক করছিলেন সুরকার, গীতিকার ও শিল্পী।

আগামী ১৯ সেপ্টেম্বর সালমান শাহের জন্মদিন অনুষ্ঠান উদযাপন করবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সেই অনুষ্ঠানেই গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর আগেই এ গানের মিউজিক ভিডিও তৈরি করা হবে।

গানটি প্রসঙ্গে আগুন বলেন, ‘সালমান শাহ ছিল আমার খুব কাছের বন্ধু। ওর অকালে চলে যাওয়াটা আসলেই কষ্টের। অল্প সময়ে এত জনপ্রিয়তা পাওয়া সবার ভাগ্যে জোটে না। তাকে নিয়ে নতুন গান গেয়েছি। অসম্ভব সুন্দর এবং মিষ্টি একটি গান এটি। গানটি শ্রোতারা গ্রহণ করলে আমাদের সবার পরিশ্রম সার্থক হবে।’
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি