ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গণেশ পূজায় ক্যাটরিনার আরতি নিয়ে বিতর্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ১৫ সেপ্টেম্বর ২০১৮

পুরো বলিউডই জানে সালমান খানের বাড়ির গণেশ পুজোর আয়োজনের কথা। তবে গত বছর থেকে তার বাড়িতে আর হচ্ছে না সেই আয়োজন। এর পরিবর্তে পুজা হচ্ছে বোন অর্পিতা খান শর্মার বাড়িতে। বোন অর্পিতার ইচ্ছাতেই এই পুজা তার বাড়িতে হচ্ছে। অর্পিতা খান শর্মার বাড়ির গণেশ পুজার আয়োজনে উপস্থিত ছিল পুরো খান পরিবার।

বৃহস্পতিবার রাতে গণেশ পুজোর সময় সালমানের মা সালমা খান, সালমান খান, সালমানের ভাই আরবাজ খান, সোহেল খান, অর্পিতা খান শর্মা ও তার স্বামী আয়ুষ শর্মা সকলেই আরতি করেন। কিন্তু বিপত্তি হয় ক্যাটরিনা কাইফকে নিয়ে। কিছু না বুঝেই উল্টোদিকে গণেশের আরতি করতে শুরু করেন ক্যাটরিনা। যদিও পুজার হৈচৈ, হট্টগোলে সে বিষয়টি উপস্থিত কেউ বুঝতে পারেননি। কিন্তু নেটিজেনদের চোখ এড়ানো সম্ভব হয়নি।

গণেশ পুজার আরতির ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন সালমনের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী। আর সেই ভিডিও নেটিজেনদের চোখে পড়তে ট্রোল হতে হয়েছে ক্যাটকে।

এই ভিডিও দেখে টুইটারে একজন লিখেছেন- ক্যাটরিনা ভুলভাবে আরতি করছেন।

কেউ আবার লিখেছেন- ইনি এখনও জানেন না কীভাবে আরতি করতে হয়।

কেউ আবার লিখেছেন, ক্যাটরিনা যদি না জেনে থাকেন ওনার আগে জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল।

প্রসঙ্গত, ‘ভারত` সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। পাশাপাশি শাহরুখের সঙ্গে ‘জিরো’তে অভিনয় করছেন ক্যাট।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি