ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কঙ্গনার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে রাজকুমার রাওয়ের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ১৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজকুমার রাও এবং কঙ্গনা রানাওয়াত জুটির কথা মনে আছে নিশ্চয়! ২০১৪ সালে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘ক্যুইন’ সিনেমাতে অভিনয় করেছেন দুজন। রাজকুমার জানিয়েছেন কঙ্গনার সঙ্গে তার সম্পর্ক দিন দিন ভালো হয়েছে। কঙ্গনা ও রাজকুমারের পরবর্তী সিনেমা ‘মেন্টাল হ্যায় ক্যা’।

রাজকুমার জানিয়েছেন, ‘আগের চেয়ে আমার এবং কঙ্গনার সম্পর্ক অনেক বেশি ভালো হয়েছে। কারণ এখন আমরা নিজেদের চিনি। যা সেই সময় চিনতাম না। বর্তমানে আমরা পরস্পরকে তিন-চার বছর ধরে চিনি। বিভিন্ন পার্টি, মিটিং-এ আমাদের দেখা হয়েছে। সুতরাং আমাদের মধ্যে আর কোনও অস্বস্তিবোধ কাজ করে না।’

এদিকে কঙ্গনার সঙ্গে অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের তুলনায় রাজকুমারের সম্পর্কের বিষয়টি এখন সবার চোখে চোখে। কারণ প্রায়ই তাদের নিয়ে সংবাদ প্রকাশ পাচ্ছে।

কঙ্গনা রানাওয়াত ও রাজকুমার রাওয়ের পরবর্তী সিনেমা ‘মেন্টাল হ্যায় ক্যা’ আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

অপরদিকে কঙ্গনার ‘মণিকর্ণিকা’ মুক্তি পেতে পারে আগামী বছর জানুয়ারিতে।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি