উপস্থাপনায় মিথিলা
প্রকাশিত : ১৫:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০১৮
জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। নাটকে তার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের কাছে আলাদাভাবেই একটা স্থান করে নিয়েছেন তিনি। এরই মধ্যে উপস্থাপনায়ও নিজের দক্ষতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। গত সপ্তাহ থেকে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘আমার আমি’ উপস্থাপনা করছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘অনেক দিন ধরে ‘আমার আমি’র প্রযোজক সাজ্জাদ হোসাইন বলছিলেন অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য। তা ছাড়া এটা তো অনেক পুরোনো জনপ্রিয় একটা অনুষ্ঠান। শুরুতে ভেবেছিলাম, আমি পারব না। কারণ, একটা নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনা করা মানে লম্বা সময়ের জন্য প্রতিশ্রুতি দেওয়া। আমার নিয়মিত কাজ করে সময় বের করতে পারব কি না, সন্দেহ ছিল। পরে অনেক সময় নিয়ে ভাবার পর উপস্থাপনার সিদ্ধান্ত নিয়ে নিলাম। যে অনুষ্ঠান একসময় অপি (করিম) আপু উপস্থাপনা করতেন, সেটা আমি উপস্থাপনা করছি, এটা একটা অন্য রকম ভালো লাগার ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘খুব একটা প্রেশার নেই। আড্ডার মতো করে আমি সবার সঙ্গে কথা বলি। আমার নিজের মনে যা জানার থাকে, আমি তা জানার চেষ্টা করি। সাবলীলভাবেই কাজটা হয়ে যাচ্ছে। এ পর্যন্ত অতিথি হয়ে যারাই এসেছেন, সবাই আমার পরিচিত। তাই এখনো প্রশ্ন-উত্তর নিয়ে কোনো চাপ অনুভব করিনি। তা ছাড়া অনুষ্ঠানের প্রযোজক এদিক থেকে আমাকে অনেক সহযোগিতা করেছেন।’
এদিকে অন্যান্য বছরের মত এবার ঈদে ছোটপর্দায় তাকে খুব একটা দেখা যায়নি। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘এবার ঈদে আমি একদমই কাজ করার সুযোগ পাইনি। অফিশিয়াল কাজে অনেক দিন আফ্রিকায় ছিলাম। তাই ওভাবে কাজ করা হয়নি। তবে ঈদের পরের একটা কাজ নিয়ে অনেক কাছ থেকে রেসপন্স পেয়েছি। রেদওয়ান রনির বিয়ের দাওয়াত রইল। অনেক দিন পর মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে একটা কাজ করা হলো। এখনো অনেকে আমাকে এই নাটক দেখে ভালো লাগার কথা জানাচ্ছে। নাটকের নাম নিয়ে অনেকে এখনো মজা করছে।’
এসএ/