ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নেতা হতে চান পরীমনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ১৭ সেপ্টেম্বর ২০১৮

ঢালিউডের সুন্দরী চিত্রনায়িকা পরীমনি। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছেন তিনি। এফডিসিতে বিভিন্ন জুনিয়র আর্টিস্টদের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়েও কাজ করেন নায়িকা। যার ফলে একজন অভিনেত্রীর পাশাপাশি ব্যক্তি হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চান পরী।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে প্রকাশ, বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন করার পরিকল্পনা করছেন তিনি। যদিও একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি তিনি বলেন, তেমন কোন ইচ্ছে তার নেই। কারণ নির্বাচনের নামে যা হয় বা হচ্ছে তা তার পছন্দ না। তবে যদি কোনদিন সুন্দর পরিবেশ সৃষ্টি হয় তবে তিনি নির্বাচন করলেও করতে পারেন।

বিভিন্ন গণমাধ্যমে পরী তার বক্তব্যে বলেন, ‘নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আশেপাশের মানুষরাও আমাকে উৎসাহ দিচ্ছেন। নিজেকেও প্রস্তুত করেছি। এখন নির্বাচনের জন্য আমি প্রস্তুত।’

কোন পদে তাকে দেখা যাবে সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘কোন পদে দাঁড়াবো তা এখনো নিশ্চিত না। তবে এমন কোনো পদে অবশ্যই দাঁড়াবো যেখান থেকে সবার জন্য কিছু করতে পারবো। অভিনয়ের পাশাপাশি আমি উন্নয়নের কাজও করতে চাই।’

যদিও সরাসরি তার মুখে এমন কোন ঘোষণা আসেনি।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি