ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সালমানের বান্ধবী ক্যাট প্রসঙ্গে মুখ খুললেন আয়ুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ১৭ সেপ্টেম্বর ২০১৮

‘লাভরাত্রি’ সিনেমার মাধ্যমে ভগ্নিপতি আয়ুষ শর্মাকে বলিউডে আনছেন সালমান খান। নবাগতা ওয়ারিনা হোসেনের বিপরীতে দেখা যাবে তাকে। আয়ুষ শর্মাকে বলিউডে লঞ্চ করানোর আগে আয়ুষের বিপরীতে তার প্রযোজনা সংস্থার প্রথম সিনেমাতে অভিনয় করার জন্য নায়িকা খুঁজে পাচ্ছিলেন না সালমান।

ওই সময় তার বিপরীতে অভিনয় করার জন্য প্রথমে জাহ্নবী কাপুর, সারা আলি খান সহ অনেককেই প্রস্তাব দেন সালমান। তবে তারা কেউই রাজি হননি। এমনকি এও শোনা যায় আয়ুষের সঙ্গে অভিনয়ের জন্য নাকি ক্যাটরিনা কাইফকেও প্রস্তাব দেওয়া হয়। ওই সময় শোনা যায়- ক্যাটও নতুন অভিনেতা আয়ুষের বিপরীতে অভিনয় করতে রাজি হননি।

তবে এবার শোনা গেলো ভিন্ন কথা। ক্যাটরিনা নন, আয়ুষ নিজেও নাকি ক্যাটের সঙ্গে অভিনয় করতে অস্বস্তি বোধ করছিলেন। সম্প্রতি গণমাধ্যমে আয়ুষ নিজেই তার অস্বস্তির কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘ক্যাটরিনার সঙ্গে অভিনয় করতে আমার অস্বস্তি হওয়াটা খুব স্বাভাবিক।’

কিন্তু কেনো এই অস্বস্তি তা নিয়ে খোলাখুলি কিছু বলেননি তিনি। তবে আয়ুষের এই কথায় অনেকেই বুঝে নিয়েছে সালমানের সঙ্গে ক্যটরিনার বিশেষ সম্পর্কের কারণেই তিনি অস্বস্তি বোধ করছিলেন।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি