ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিগবস কাণ্ড

৬৫ বছরের গায়কের প্রেমিকা ২৮ বছরের জসলিন! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০১৮

ভজন গায়ক অনুপ জালোটার বয়স চলছে এখন ৬৫। আর তিনি কি-না সাড়ে ৩ বছর ধরে চলছে প্রেম করছেন ২৮ বছরের জসলিন মাথারুর সঙ্গে। সম্প্রতি বিগ বস ১২ এর ঘরে প্রকাশ্যে এসেছে একথা। জানা যায়, গুরুর কাছে নাকি গান শিখতে গিয়েই তাঁর প্রেমে পড়েন জসলিন। বর্তমানে আবার তাঁরা মুম্বইয়ে একসঙ্গেও থাকেন বলে জানিয়েছেন জসলিন। অসম বয়সের এই জোড়ি দেখে হতবাক হয়েছেন খোদ বিগ বসের সঞ্চালক সলমনও। তবে খবরটা শুনে জসলিনের পরিবার কী মন্তব্য করেন সেটাই জানার অপেক্ষায় ছিলেন সকলে।  

সম্প্রতি, টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জসলিন মাথারু জানিয়েছিলেন, `` এই সম্পর্কের বিষয়ে তাঁর পরিবার ও বন্ধুবান্ধব কেউই জানেন না, তাঁরা বিষয়টি জেনে চমকে যাবেন।`` বাস্তবেও তাই হয়েছে। বছর ২৮ এর মেয়ে যে শেষপর্যন্ত ৬৫ বছরের গায়কের সঙ্গে প্রেম করছে, থাকছেন, সেকথা জেনে একপ্রকার আতকে উঠেছেন জসলিনের বাবা কেশর মাথারু। তিনি বলেছেন, `` এই খবরটা শুনে আমি এবং আমার পরিবার হতবাক। যদিও এবিষয়ে আমি মেয়ের সঙ্গে কথা না বলে ওর ব্যক্তিগত জীবন নিয়ে এখনই কিছু বলতে চাই না। ও এই মুহূর্তে বিগ বসের বাড়িতে আছে, আর আমি চাই ও এই শো জিতুক। ``

পরে জসলিনের বাবা কেশর মাথারু অবশ্য বলেন, `` আমি এবিষয়ে ইন্টার ছড়িয়ে পড়া নানান মন্তব্য বিন্দুমাত্র অস্বস্তিতে নেই। ও (জসলিন) একজন প্রশিক্ষিত গায়িকা। বিভিন্ন স্টেড শো করে, বলিউডে গান গায়। তবে আমাদের পরিবারেও একটা মান মর্যাদা আছে, তাই কোনও রকম নোংরা প্রচারে আমি মাথা ঘামাতে চাই না। এর আগেও বিগ বসের ঘরে থাকা বহু প্রতিযোগীর সম্পর্কে নোংরা প্রচার হয়েছে। তাই আমি মনে করি না আমার মেয়ে আদপে কোনও ভুল কাজ করবে। `` জিনিউজ

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি