ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিয়ে করে সমস্যায় ভুগতে চাই না: সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:৪২, ১৮ সেপ্টেম্বর ২০১৮

পাঁচ দশক পরেও মোস্ট এলিজেবল ব্যাচেলর বলিউডের সালমান খান। তার বিয়ে নিয়ে গত দুই যুগ ধরে ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই। তবে এ নিয়ে মোটেই চিন্তিত নন ৫২ বছর বয়সী বলিউড সুপারস্টার। বরং বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বললেন, ‘বিয়ে করে সমস্যায় ভুগতে চাই না।’

সোমবার টিভি রিয়্যালিটি শো বিগবসের ১২ তম আসরে এ কথা বলেন পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার এ অভিনেতা।

যারা বিয়ে করেছেন তাদের উদ্দেশ্যে সালমান খান বলেন, তোমরা বিয়ে করে নানা সমস্যায় জর্জরিত। কিন্তু আমায় কেন সেখানে জড়াতে চাচ্ছো? আমি তো এভাবেই অনেক সুখে আছি।

দাবাং-খ্যাত এ সুপারস্টারের বিয়ে নিয়ে মিডিয়া পাড়ায় গুঞ্জনের শেষ নেই। এ তারকার বিয়ে নিয়ে বের হয় নানা চাঞ্চল্যকর সংবাদও। তবে কোনও সংবাদের সত্যতা আর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম সালমানের। এ অভিনেতার পুরো নাম আবদুর রশিদ সেলিম সালমান খান।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি