ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমি শাহরুখের ওপর নির্ভর করি না: গৌরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৩:০৫, ১৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইন্ডাস্ট্রির অন্যতম সেলিব্রিটি ‘কাপল’ শাহরুখ-গৌরী। লাইমলাইট আর গ্ল্যামারের দুনিয়া বলিউডে বহু সময়েই দেখা যায় সম্পর্কের উত্থান পতন। আর সম্পর্ক তলানিতে ঠেকলে সেই চিড় বহুবার প্রকাশ্যেও চলে আসে। এমনটা বহু সেলিব্রিটির সঙ্গেই হয়েছে। হৃতিক-সুজানের বিবাহ বিচ্ছেদ থেকে আর্জুন রামপাল-মেহরের বিচ্ছেদ, এ রকম বহু অধ্যায় ঘিরে বহুবার বলিউডের অনিতে গলিতে নানা কানাঘুষো উঠে এসেছে। তবে সমস্ত বিতর্ক পেছনে ফেলেও সমান তালে এগিয়ে চলেছে শাহরুখ-গৌরীর সম্পর্ক। অন্তত এমনটাই ধারণা উঠে আসে তাদের বাহ্যিক জীবন থেকে। সত্যিউ কি তাই? উত্তর দিলেন গৌরী।

দাম্পত্য জীবনের উত্থান পতন

যে কোনও সম্পর্কের মতোই দাম্পত্য জীবনে উত্থান পতন লেগে থাকে। গৌরী বলছেন, ‘সবার দাম্পত্যেই কিছু সমস্যা থাকে। আমার মনে হয় আমি সব সুখ পেয়েছি, সুন্দর ছেলে মেয়ে পেয়েছি, আমা যা চেয়েছি তাই পেয়েছি। যেখানে ইচ্ছে বেড়াতে যেতে পারি, যা ইচ্ছে তাই

তাদের সম্পর্ক ঘিরে গুঞ্জন!

শাহরুখ ও গৌরীর সম্পর্ক ঘিরে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন উঠে এসেছে। এ নিয়ে শাহরুখ ঘরনীর বক্তব্য, ‘সবাই সবার ব্যাপারে গসিপ করে। যারা আজ গসিপ করেছন, তারাও কোনও সময়ে গসিপের অংশ হয়েছেন’।

শাহরুখের বিভিন্ন বিতর্ক প্রসঙ্গে গৌরী

গৌরী বলছেন, গত ৩ বছর তিনি খুবই ব্যস্ত ছিলেন। এমনকি বাড়িতে বসে শাহরুখ সম্পর্কে বিতর্ক নিয়ে তার ভাববার সময়ও ছিল না। পাশাপাশি তিনি জানান শাহরুখ তার ওপর আবেগঘন হলেও, তিনি শাহরুখের ওপর নির্ভর করেন না। গৌরী বলেন, ‘আমি কারোর ওপর নির্ভরশীল নই, আবেগের দ্বারাও কারোর ওপর নির্ভরশীল নই। আমি খুভই স্বনির্ভর।’

গৌরীকে নিয়ে ওঠা গুঞ্জন

বিভিন্ন সময় গৌরীকে নিয়েও বহু কানাঘুষো রটে যায় বলিউডে, সেই সম্পর্কেও মুখ খুলেছেন গৌরী। তিনি বলছেন, অন্যরা কী বলছে তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন গৌরী। গৌরীর দাবি, ‘আমি জানি আমি নিজে কী.. তাই এগুলোতে কিছু যায় আসে না।’

সূত্র: ওয়ানইন্ডিয়া

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি