ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন জুহি চাওলা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ১৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৮:২৩, ১৯ সেপ্টেম্বর ২০১৮

নব্বই এর দশকে বলিউড কাঁপিয়ে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। তার অভিনয় শৈলি ও হাসিতে এখনো কাত সিনেমাপ্রেমিরা। বাণিজ্যিক হিন্দি ছবিতে দর্শকের কাছে তিনি নিঃসন্দেহে এখনও প্রিয় মুখ।

এদিকে দীর্ঘ বিরতির পর আবারও রঙিন পর্দায় হাজির হচ্ছেন তিনি। সম্প্রতি ভ্যারাইটি ম্যাগাজিন নিশ্চিত করেছে- এখন পর্যন্ত নাম ঠিক না হওয়া ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন ঋষি কাপুর।

এ জুটি অভিনীত সর্বশেষ ছবির নাম `দারার`, যেটি মুক্তি পায় ১৯৯৬ সালে। ছবির গল্প লেখার পাশাপাশি এটি পরিচালনা করবেন হিতেশ ভাটিয়া। ফ্যামিলি ড্রামা হলেও ছবিটির মূল উপাদান মূলত কমেডি। আসছে বছরের ভারতের প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসে মুক্তি দেওয়া হবে ছবিটি।  

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি