ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

আজ থেকে ঢাকায় ইন্দ্রনীলের শুটিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ২০ সেপ্টেম্বর ২০১৮

ঢাকায় এসেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। বুধবার দুপুরে তিনি ঢাকায় পৌঁছান। বাংলাদেশের নির্মাতা সোয়াইবুর রহমান রাসেলের ‘নন্দিনী’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ইন্দ্রনীলের এই ঢাকা সফর।

আজ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে তিনি শুটিংয়ে অংশ নেবেন। টানা ১০ দিন ঢাকা এবং আশেপাশের এলাকায় ‘নন্দিনী’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন ইন্দ্রনীল।

সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে। এর গল্প ও সংলাপ লিখেছেন লেখক নিজেই। আর চিত্রনাট্য লিখেছেন তামজীদ রহমান। সিনেমাতে ইন্দ্রনীলের বিপরীতে অভিনয় করছেন নাজিরা মৌ।

‘নন্দিনী’ সিনেমাতে দেখা যাবে একটা মেয়ের সংগ্রামী জীবনের গল্প। নির্মাতা রাসেল এর আগে নাটক ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন। এবারই প্রথমবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি।

‘নন্দিনী’ সিনেমাতে পলাশ চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রনীল। এছাড়া ফজলুর রহমান বাবু, ইরেশ জাকের, মুনিরা ইউসুফ মেমী অভিনয় করবেন। সিনেমার পুরো অংশের শুটিং হবে বাংলাদেশে। নির্মাতা সিনেমাটি মুক্তি দিতে চান পরের বছরের ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহায়।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি