ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আমি চাই না সে ওয়েব সিরিজটি দেখুক: সানি লিওন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ২০ সেপ্টেম্বর ২০১৮

সানি লিওন এর জীবনী ভিত্তিক ওয়েব সিরিজ ‘করণজিৎ কউর : দি আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ এর প্রথম মৌসুম ব্যাপক সাড়া জাগিয়েছে। সানি লিওনের ভাই সন্দীপ বোহরা কী সিরিজটি দেখেছিলেন?

প্রথম মৌসুমে দেখানো হয়েছিল, কীভাবে বলিউডে নিজের আসন পাকা করে নিয়েছিলেন সানি লিওন। বায়োপিক ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমে দেখানো হবে পর্নো ইন্ডাস্ট্রিতে কীভাবে ঢুকেছিলেন তিনি। এ মৌসুমে আরো দেখানো হবে, স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তাঁর প্রেম ও বদলে যাওয়া জীবন।   

দ্বিতীয় মৌসুমের ট্রেইলার মুক্তির পর দর্শকমনে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। তাঁরা সানির জীবনের সব সত্য জানতে চান। আর গত রাতে প্রথম পর্ব মুক্তির ভেতর দিয়ে শুরু হয়েছে ‘করণজিৎ কউর : দ্বিতীয় মৌসুম’।

সম্প্রতি তিনি কথা বলেন সংবাদমাধ্যম বলিউড লাইফের সঙ্গে। তাকে জিজ্ঞেস করা হয়, ওয়েব সিরিজে তাঁকে দেখার পর তাঁর ভাই সন্দীপ বোহরার প্রতিক্রিয়া কী। এ অভিনেত্রী বলেন, ‘আমার ভাই দেখতে পারবে না এটা। কারণ এখানে এমন কিছু দেখানো হয়েছে, যা একেবারেই সত্য এবং দেখা খুব কঠিন।’

সানি আরো বলেন, ‘সে আমাকে মিথ্যা বলেছে যে, সে সব পর্বই দেখেছে। তবে আমি এ জন্য খুশি। আমি এ জন্য হতাশ নই। আমি চাই না, সে দেখুক। আমি চাই না, তাঁর খারাপ লাগুক।’

কিছুদিন আগে সানি বলেছিলেন, এ ওয়েব সিরিজে তিনি তাঁর অতীতের সত্যটাই তুলে ধরেছেন।

বলিউডে অভিনয়জীবন শুরুর আগে সানি ছিলেন মার্কিন পর্নো ইন্ডাস্ট্রির নামকরা তারকা। পর্নো তারকা থেকে বলিউড তারকা—ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বে সানি তাঁর দীর্ঘ যাত্রার কথাই বলেছেন। যা বলেছেন, তা তাঁর অতীতের সত্য।

সানি লিওন বলেন, ‘অতীতে ফিরে যাওয়া খুবই কঠিন। কিন্তু এই সিরিজটি তাঁর অতীতকে উপস্থাপন করবে ও সত্য জানার সুযোগ করে দেবে।’

‘আমি আমার গল্প বলেছি। আমি জানি, সেগুলো কী। এটা সিনেমার মতোই কঠিন। এটা আমার কাছে খুবই আবেগপ্রবণ যাত্রা। কিন্তু আমি খুশি এ কারণে যে, আমি আমার সত্যটা বলেছি। এটা আমার জন্য কতটা কঠিন ছিল, তা ব্যাপার নয়।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি