ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

২৬ বছরের অভিনেত্রীর প্রেমে মহেশ ভাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮

এক তরুণীর কাঁধে মাথা রেখেছেন মহেশ ভট্ট। মেয়েটিও জড়িয়ে ধরে রয়েছেন মহেশকে। ঠিক এমন ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই যুবতীর সঙ্গে মহেশের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নয়া গুঞ্জন।

সবার একটাই প্রশ্ন, কে এই মেয়েটি?

মেয়েটি আর কেউ নয়, অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মহেশের ‘জলেবী’তে অভিনয় করেছেন তিনি। মহেশের জন্মদিনে রিয়াই এই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

সেই সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আমার বুড়ো … মহেশ স্যার। এটাই আমরা। তুমি ভালোবেসে আমাকে জড়িয়ে ধরেছ, আমাকে ভালোবাসা দিয়েছে, তুমি আমার চিরকালের মতো গুটিয়ে রাখা ডানা খুলে দিয়েছে, আমাকে উড়তে শিখিয়েছ … আর কোনও শব্দ আসছে না, তোমাকে ভালোবাসি।’

ছবি দেখে মহেশের সঙ্গে রিয়ার প্রেমের সম্পর্ক রয়েছে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। রিয়ার বক্তব্যেও সে আভাসই রয়েছে। এর পরই ট্রোলড হতে হয় রিয়াকে।

কেউ গোটা ঘটনাটিকে কাস্টিং কাউচ হিসেবে ব্যখ্যা দিয়েছেন। কেউ বা বলেছেন, মেয়ে পূজা ভট্টকে মহেশের চুমু খাওয়ার ছবিও প্রকাশ হয়েছিল। ফলে এ তো হতেই পারে। কেউ আবার মহেশের বয়স নিয়ে কটাক্ষ করেছেন।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি