ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভারতীয় নির্মাতা কল্পনা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ২৩ সেপ্টেম্বর ২০১৮

কিংবদন্তি সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার দ্বিতীয় পক্ষের স্ত্রী নির্মাতা কল্পনা (৬১) মারা গেছেন। দীর্ঘদিন ধরে কিডনির ক্যান্সারে ভুগছিলেন তিনি।

আজ রবিবার ভোর সাড়ে ৪টা মারা যান তিনি।

ক্যান্সার ধরা পড়ার পর থেকে কল্পনার পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের বহু প্রথম সারির নায়ক-নায়িকারা। আমির খান, সালমান খান, করন জোহর, আলিয়া ভাট, সোনি রাজদান, নীনা গুপ্তার মতো তারকারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। কিন্তু শেষমেশ জীবনযুদ্ধে হেরে গেলেন কল্পনা।

উল্লেখ্য, ‘রুদালি’, ‘চিঙ্গারি’, ‘এক পল’, ‘দামন’ সহ বেশকিছু হিট সিনেমায় নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন তিনি। বরাবর বিভিন্ন আঙ্গিকে নিজের সিনেমা নির্মানের মাধ্যমে নারীদের কথা তুলে ধরতেন তিনি।

প্রায় ২৫ আগে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সহকারী পরিচালক হিসাবে সিনেমা জগতে পা রেখেছিলেন তিনি। তার পর থেকে একের পর এক সিনেমা নির্মানে নিজেকে যুক্ত রেখেছিলেন কল্পনা।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি