ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

‘ডুব’ যাচ্ছে অস্কারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ২৩ সেপ্টেম্বর ২০১৮

অস্কারের ৯১তম আসরে বিদেশি ভাষার প্রতিযোগিতা বিভাগে এবার বাংলাদেশ থেকে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত এক সংবাদ সম্মেলন আজ রোববার বেলা ১২টায় এই ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘ডুব’। এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে আরও অর্থ লগ্নি করেছিলেন বলিউড অভিনেতা ইরফান খান নিজেই।

সিনেমাতে ইরফান খানের পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার পার্ণো মিত্র, বাংলাদেশের তিশা এবং রোকেয়া প্রাচী।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি