ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মাহি আসছে ‘অন্ধকার জগত’ নিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০১৮

গত ঈদে মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত দুটি সিনেমা ‘জান্নাত’ ও ‘মনে রেখো’। নতুন করে আবারও দর্শকদের সামনে আসছেন তিনি। মাহির নতুন সিনেমা ‘অন্ধকার জগত’। এটি মুক্তি পাবে ১৯ অক্টোবর। সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। সিনেমায় মাহির নায়ক ডিএ তায়েব।

সম্প্রতি বিএফডিসিতে এই সিনেমার গানের অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। সেখানেই সিনেমা মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা। ওই অনুষ্ঠানে সিনেমার নির্মাতা কলাকুশলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

‘অন্ধকার জগত’ প্রযোজনা করেছে এসজি প্রডাকশন।

মুক্তি প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘বছরটা ভালোই যাচ্ছে। ঈদে মুক্তি পাওয়া দুটি সিনেমার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে ঘোষণা এলো ‘অন্ধকার জগত’ মুক্তির। এটা আমার জন্য বেশ খুশির খবর বটে। গেল ঈদে আমার অভিনীত সিনেমাগুলোয় দর্শক মিলেছে। সমসাময়িক বিষয় নিয়ে ‘অন্ধকার জগত’ সিনেমাটির গল্প। আশা করছি, এ সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি