ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও সম্পর্কে জড়ালেন স্বস্তিকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৮:১০, ২৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। স্পষ্ট কথা স্পষ্ট ভাবেই বলতে পছন্দ করেন। তার এই বৈশিষ্ট্যের কথা জানেন পরিচিত সকলেই। এমনকি, সম্পর্কের ব্যাপারেও খোলাখুলি কথা বলেন তিনি।
কখনও জিৎ, কখনও পরমব্রত চট্টোপাধ্যায়, কখনও সৃজিত মুখোপাধ্যায়, কখনও বা সুমন মুখোপাধ্যায়— বিভিন্ন সময়ে স্বস্তিকার সঙ্গে এই তারকাদের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কখনও মুখের ওপর জবাব দিয়েছেন, আবার কখনও বা হেসে উড়িয়ে দিয়েছেন।
সম্প্রতি স্বস্তিকা একটি ছবি প্রকাশ করেছেন। আর তা নিয়ে নতুন সম্পর্কের জল্পনা শুরু হয়েছে। ছবিতে দেখা গেছে কোনও এক পুরুষের কাঁধে মাথা রেখেছেন নায়িকা।

সেই সঙ্গে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যেখানে ফুল ফোটে, আশা জাগে …।’
কিন্তু কার সঙ্গে এই ছবি তুলেছেন, তা খোলসা করেননি স্বস্তিকা। তবে ক্যাপশন দেখে বোঝাই যাচ্ছে সত্যিই হয়তো ফের সম্পর্কে জড়িয়েছেন নায়িকা।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি