ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রকল্পে থাকছেন অমিতাভ

মাসুদ রানা নির্মাণ করবে হলিউডের তরুণ এক নির্মাতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ২৪ সেপ্টেম্বর ২০১৮

কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় চরিত্র ‘মাসুদ রানা’। যা নিয়ে নির্মাণ করা হবে সিনেমা। মাসুদ রানা চরিত্রে অভিনয় করার জন্য এখন খুঁজে বের করা হচ্ছে অভিনেতা। টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে তৈরি করা একটি বিজ্ঞাপনচিত্র প্রচারিত হচ্ছে। যা ইতিমধ্যে আলোচনায় এসেছে। এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা। তবে নতুন খবর হচ্ছে এবার সরাসরি মাসুদ রানা প্রকল্পের সঙ্গে যুক্ত হলেন তিনি।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রথমে তাকে (অমিতাভ রেজা) সিনেমাটি পরিচালনার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তার কথা, এক মিনিটের বিজ্ঞাপন আর একটি সিনেমা বানানো এক কথা নয়। তিনি মাসুদ রানা প্রকল্পের সঙ্গে থাকতে চান। পরে আলোচনার ভিত্তিতে মাসুদ রানার ক্রিয়েটিভ প্রযোজকের দায়িত্ব পালন করবেন বলে ঠিক হয়েছে। গল্প থেকে শুরু করে সম্পূর্ণ প্রকল্পটি দেখবেন তিনি।’ 

এদিকে মাসুদ রানার পরিচালক হিসেবে হলিউডের তরুণ এক নির্মাতা থাকছেন বলে জানালেন আবদুল আজিজ। তিনি বলেন, ‘অমিতাভ রেজা ও আমি বসে হলিউডের এক তরুণ নির্মাতাকে পরিচালক হিসেবে চূড়ান্ত করেছি। তিনি হলিউডে সায়েন্স ফিকশন ঘরানাসহ তিনটি সিনেমা নির্মাণ করেছেন। তার ঝুলিতে পুরস্কারও আছে।’

মাসুদ রানা সিনেমায় হলিউডের নির্মাতা নেওয়ার ব্যাপারে অমিতাভ রেজা বলেন, ‘এই নির্মাতা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তার একটি কাজ আমি দেখেছি। ভালো নির্মাতা।’
মাসুদ রানা সিনেমায় ফাইট ডিরেক্টর, চিত্রগ্রাহকসহ পুরো কারিগরি দল হলিউড থেকে নেওয়া হবে। এ ব্যাপারে অমিতাভ রেজা বলেন, সিনেমার পরিচালকের মাধ্যমে হলিউড থেকে কারিগরি দল নেওয়ার ব্যাপারে কথা হচ্ছে। দেখা যাক কী হয়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি