হবিগঞ্জে নাট্য নিকেতন ৭ম বর্ষ পদার্পণ উপলক্ষে সংবর্ধনা
প্রকাশিত : ১৮:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০১৮
হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে নাট্য নিকেতনের ৭ম বর্ষ পদার্পণ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের প্রযোজক মুকুল আহমেদ পুতুল ও সেলিনা চৌধুরীকে সংবর্ধনা প্রদান ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘দোতারা’ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এতে অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মনসুর উদ্দীন আহমদ ইকবাল, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাহানারা খাতুন, হবিগন্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা সৈকত, খোয়াই থিয়েটারের সভাপতি নিলাদ্রী শেখর টিটু, এম এ মুনিম বুলবুল, জেলা পরিষদের সদস্য ফাতেমা তুজ জোহরা রিনা, সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল, লন্ডন প্রবাসী নুরুল হক বুলবুল, লন্ডন প্রবাসী রহমত আলী, দেশ নাট্য গোষ্ঠীর সভাপতি হুমায়ুন কবির সৈকত, জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সভাপতি অনিরূদ্ধ কুমার ধর শান্তনু, ব্যবসায়ী খাইরুল আলম চৌধুরী, বাংলাদেশ লোক-সংস্কৃতি ফোরামের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কন্ঠশিল্পী আকরাম আলী ও সাধারণ সম্পাদক ডা. পিন্টু আচার্য্য।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোতারার প্রযোজক গীতিকার আব্দুল মুকিত। প্রমথ সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দোতারার পরিচালক ও নাট্য নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ রাশিদুল হক রুজেন।
এর পরে সংবর্ধিত ব্যক্তিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে দোতারা প্রদর্শিত হয়, দোতারায় গান লিখেন (গীতিকার) বাউল শাহ আব্দুল করিম, উস্তাদ জালাল সিদ্দীকী, গীতিকার আব্দুল মুকিত, সঙ্গীত পরিবেশন করেন লোকশিল্পী আকরাম আলী, এমদাদ দেওয়ান, সুরকার উস্তাদ জালাল সিদ্দিকী ও এমদাদ দেওয়ান, সংগীত পরিচালনায় আকরাম আলী।
উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ লোক-সংস্কৃতি ফোরাম হবিগঞ্জ জেলা শাখা, এছাড়া এই অনুষ্ঠান সফল করতে যাদের সর্বাত্মক সহযোগিতায় করেছেন হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সংগীত পরিচালক স্বীদ্বার্থ বিশ্বাস, দোতারার অভিনেতা ফোরকান মজুমদার, নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক দোতারার অভিনেতা আশিক সুলতান, জারা, গাউছ, ঘোপাল, নির্জর, সুরুজ আলী, তানসেন, শাহানা, মঞ্চ সাজ শয্যা নৃত্যশিল্পী গৌতম দাশ সুমন, সাউন্ড অপারেটর নুরুল, কম্পিউটার ইঞ্জিনিয়ার লিমন মামা, ফুল শিফন প্রমুখ।
কেআই/এসি