ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অনুপ জালোটার কাছে ক্ষমা চাইলেন সালমান! কিন্তু কেন?    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৪১, ২৫ সেপ্টেম্বর ২০১৮

জমে উঠেছে ‘বিগ বস ১২’ এর নতুন নাটক। অনুপ জালোটার সঙ্গে তাঁর থেকে ৩৭ বছরের ছোট ছাত্রী জসলিনের প্রেম নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এতেই এবার যোগ হল নতুন মশলা। সালমান খান প্রকাশ্যে ক্ষমা চাইলেন অনুপ জালোটার কাছে।

কিন্তু ঠিক কী হয়েছিল? কেন সল্লুভাইকে ক্ষমা চাইতে হল অনুপ জলোটার কাছে?   

ভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিগবস হাইজের কনটেস্টেন্টরা অনুপ জালোটাকে ‘উইকেন্ড ওয়ার’-এর শুরুতে ভজন সম্রাটকে ‘টর্চার রুমে’ পাঠিয়ে দেয়। ‘উইকেন্ড ওয়ার’-এর প্রথমে সালমান কাউকেই কিছু বলেননি। কিন্তু দ্বিতীয় দিনেই সালমান অনুপ জালোটাকে টর্চার রুমে পাঠিয়ে দেন। সেখানে তাঁকে পাইপে মুখ দিয়ে করলার রস খেতে হয়। তাঁর অন্যায় ছিল, ক্যাপ্টেন নির্বাচনের ব্যাপারে তিনি হাউজের লোকজনকে প্রভাবিত করছেন। পরে বোঝা যায় অনুপ আদপেই এমনটা করেননি, যা হয়েছে ভোটের ভিত্তিতেই।

তখনই সালমান মন্তব্য করেন, ‘গোটা বাড়ির পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি।’ বাড়ির লোকজনও অনুপের কাছে ক্ষমা চেয়ে নেন তৎক্ষণাৎ।  

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি