ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শাহরুখের কাছে অভিনয় শিখেছি: কাজল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৪০, ২৫ সেপ্টেম্বর ২০১৮

শুধু অনস্ক্রিন জুটি হিসেবেই নয়, অফস্ক্রিনেও ভালো বন্ধু বলি তারকা কাজল-শাহরুখ। আর সেই বন্ধুর কাছ থেকেই নাকি অভিনয় শিখেছিলেন কাজল। এমন তথ্যই জানালেন অভিনেত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে কাজল বলেন, ‘বাজিগর ছবির শুট করার সময় শাহরুখ আমাকে বলেছিল অভিনেত্রী হিসেবে আরও খাটতে হবে। এমনকি অনেক সময় অভিনয় করে দেখিয়েও দিত। কিন্তু সেই পরামর্শ তখন সেভাবে বুঝতে পারিনি। পরে ‘উধার কি জিন্দেগি’র মতো ছবি যখন করলাম তখন বুঝেছিলাম আরও খাটতে হবে আমাকে।’

অভিনেত্রী মনে করেন, ‘বেখুদি’ বা ‘দুশমন’-এর মতো ছবি তাকে অভিনেত্রী হিসেবে আরও উন্নত করেছে। আর এ জন্য বলিউড বাদশার ঋণ তিনি সব সময় স্বীকার করতে চান।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি