ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ে ছাড়াই মা হলেন জিৎ-এর সাবেক প্রেমিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কলকাতার জনপ্রিয় নায়ক জিতের সঙ্গে একসময় চুটিয়ে প্রেম করেছেন। একসঙ্গে অভিনয়ও করেছেন। জিৎ তাকে এক সময় সুন্দরী নামে ডাকতেন। সেই সুন্দরী নায়িকা এবার নতুন করে আলোচনায় এসেছেন ভিন্ন এক আয়োজনে।

মুম্বাইয়ের এই নামী অভিনেত্রী শ্রেয়া পাণ্ডে এখন সিঙ্গেল মাদার। সারোগেসির মাধ্যমে মা হয়েছেন তিনি। অভিনেত্রী শ্রেয়া তৃণমূল নেতা সাধন পাণ্ডের মেয়ে। সাধন পাণ্ডে বর্তমানে তৃণমূলের পক্ষ থেকে মন্ত্রী।

গত ৩০ আগস্ট পৃথিবীর আলো দেখেছে শ্রেয়া পাণ্ডের মেয়ে। পরিবারে নতুন সদস্য এখন মুম্বাইতে। তবে শিগগিরই সে আসবে দাদুর বাড়িতে। শ্রেয়া মেয়ের নাম রেখেছেন `আদর`। আদরের বিষয়ে শ্রেয়ার মন্ত্রী বাবা জানিয়েছেন, `সে তো আমার নিজের, আমার আপন।

এ বিষয়ে শ্রেয়া বলেন, আমি বিয়ের বিপক্ষে নই। কিন্তু সোসাইটির জন্য যে অ্যারেঞ্জড ম্যারেজ হয়, সেটাতে বিশ্বাসী নই। যাকে ভালোবাসি না, তাকে বিয়ে করতে পারব না। কালকেই যদি প্রেমে পড়ি, আর মনে করি এটাই বিয়ে করার সঠিক সময়, আমি বিয়ে করব। আর হ্যাঁ, মেয়ের কাছে কোনো দিন কিছু লুকাবো না…।

সূত্র : সংবাদ প্রতিদিন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি