ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দুই খুনের আসামী শাকিব খান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ২৬ সেপ্টেম্বর ২০১৮

এফডিসির ৪ নম্বর ফ্লোর। তৈরি হয়েছে সেট। যে সেটে চলছে বিচার। আদালতের সামনে আইনজীবী জেরা করছেন চিত্রনায়ক শাকিব খানকে। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি। খুনের দায়ে অভিযুক্ত শাকিব। একটি নয়, দু দুটি খুনের আসামী ঢাকাই সিনেমার এই সুপারস্টার।

শুরু হয়েছে শাকিব খান ও বুবলীর নতুন সিনেমা ‘কালপ্রিট’র শুটিং। এটি পরিচালনা করছেন শাহিন সুমন। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটির আগে নাম ছিল ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’। সেই নাম পরিবর্তন করে এবার রাখা হয়েছে ‘কালপ্রিট’।

পরিচালক শাহিন সুমন বলেন, ‘শাকিব খানকে খুনের আসামী করা হয়েছে। দুটি খুনের অভিযোগে তিনি আদালতে এসেছেন। সিনেমাটির গল্প নিয়ে এর বেশি আর বলতে চাই না। বাকীটা সিনেমা হলে গিয়েই দেখতে পাবেন দর্শক।’

সিনেমার নাম পাল্টানো প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আগে ছিল ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’। গল্পের প্রয়োজনে এর নাম বদলাতে হয়েছে।’

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কাজ করছেন শবনম বুবলী। তিনি ছাড়াও রয়েছে নতুন নায়িকা মৃদুলা। এ সিনেমার মাধ্যমেই নায়িকা হিসেবে অভিষেক হবে মৃদুলার।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি