ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাবা শাকিব খানকে দাওয়াত দিতে আসলেন ছেলে আব্রাম  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাবা শাকিব খান এফডিসিতে তার শুটিং নিয়েই ব্যস্ত। এ সময় সেখানে এসে হাজির হলেন ছেলে আব্রাম খান জয়। ২৭ সেপ্টেম্বর তার জন্ম দিন। তাই মা অপু বিশ্বাস এর সঙ্গে এসে বাবাকে তার জন্মদিনের দাওয়াত কার্ড দিলেন।   

হঠাৎ ছেলেকে পেয়ে দারুণ খুশি শাকিব খান। এ সময় ছেলের সঙ্গে খেলায় মেতে উঠেন তিনি। বেশ কিছুক্ষণ সময় একসঙ্গে কাটে বাবা-ছেলের। পরে বাবাকে জন্মদিনের কার্ড দিয়ে মায়ের সঙ্গে ফিরে যায় আব্রাম।

আব্রাম খান জয় এখন মায়ের সঙ্গে রয়েছেন বসুন্ধরা আবাসিক এলাকার নতুন ঠিকানায়। একমাত্র ছেলের জন্মদিনের বিষয়ে অপু জানান, আব্রামের তৃতীয় জন্মদিনেও ছোট পরিসরে পার্টির আয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় পুত্রসন্তান আব্রাম খান জয়। চলতি বছর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি