ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

এক ফ্রেমে সাত তারকা, ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২০, ২৭ সেপ্টেম্বর ২০১৮

একফ্রেমে আটকা পড়লেন আলিয়া-রণবীর, রণবীর সিং-দীপিকা, আমির খান-শাহরুখ ও করণ জোহর। বিভিন্ন সময়ে তাদের নিয়ে নানান রকম সংবাদ প্রকাশ পেলেও সাত তারকাকে এবার এক ফ্রেমে দেখা গেলো। এমন একটি ছবি পোস্ট করেছেন পরিচালক করণ জোহর। ছবির ক্যাপশনে লেখা- ‘দ্যা বিগেস্ট ব্লকবাস্টার’।

তবে না, এটি কোনও ফিল্মের স্টারকাস্টের ইঙ্গিত নয়। নতুন সিনেমার স্পেশ্যাল স্ক্রিনিং অনুষ্ঠান। যেখানে বলিউডের হিট তারকাদের একযোগে দেখা গেছে এ ছবিতে। এর অন্যতম বড় চমক শাহরুখ ও আমির।

একটা সময় ছিল যখন শাহরুখ ও আমিরকে নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। ওই সময় বহু বক্তব্য প্রকাশ্যে আসায় অনেকেই মনে করেছিলেন দুই তারকার দ্বন্দ্ব বুঝি চরমে। তবে করণ জোহরের প্রকাশিত এ ছবি সেই বিতর্ক অনেকটাই ম্লান করে দিয়েছে।

অন্যদিকে, প্রাক্তন বয়ফ্রেন্ড রণবীর কাপুর ও বর্তমান বয়ফ্রেন্ড রণবীর সিংয়ের সঙ্গে ছবিতে খোশ মেজাজে দেখা গেছে দীপিকাকে। এই ফটোশ্যুটের পর মনে হতে পারে, এতজন তারকা একসঙ্গে কোনও ছবির শুটিং এ রয়েছেন। কিন্তু আসল ঘটনা হল, আমিরের সিনেমা ‘ঠগস অফ হিন্দোস্তান’র স্পেশ্যাল স্ক্রিনিং অনুষ্ঠিত হয় রণবীর কাপুরের বাড়িতে। আমির নিজের কয়েকজন বিশেষ বন্ধুকেই এই স্ক্রিনিং এ আমন্ত্রণ জানিয়েছিলেন। আর সেই উপলক্ষ্যেই বলিউডের সাত তারকা একসঙ্গে উপস্থিত হন রণবীর কাপুরের বাড়িতে।

সূত্র : অন ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি