ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডিরেক্টরস গিল্ডের নির্বাচন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

টেলিভিশন নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন হচ্ছে আজ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) প্রাঙ্গণে সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ নির্বাচনে ২০টি পদে ৫২ প্রার্থী লড়ছেন। এর মধ্যে সভাপতি পদে দু’জন, সহ-সভাপতি সাতজন, সাধারণ সম্পাদক তিনজন, যুগ্ম সাধারণ সম্পাদক চারজন, অর্থ সম্পাদক দু’জন, সাংগঠনিক সম্পাদক তিনজন, প্রচার সম্পাদক দু’জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ২৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ভোটার সংখ্যা ৪৯০।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালাহউদ্দিন লাভলু ও সৈয়দ আওলাদ এবং সাধারণ সম্পাদক পদে এসএ হক অলিক, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও এসএম কামরুজ্জামান সাগর।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি