ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিমি গরম তাই তাকে ঠাণ্ডা জায়গায় রাখতে হবে : অঙ্কুশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

টালিউডের জনপ্রিয় তারকা মিমি চক্রবর্তী ও অঙ্কুশ। এ বার পূজায় তাদের অফলাইন ক্যামিস্ট্রি দেখার জন্য মুখিয়ে আছে দর্শক। এরই মধ্যে গসিপ ছড়িয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলাকে ছেড়ে মিমির দিকে হাঁটছেন। যদিও এটা গসিপ, তবে আপকামিং সিনেমা ‘ভিলেন-এর প্রমোশনের জন্য এমন কথা রটেছে বলে মনে করা হচ্ছে।

বিষয়টি নিয়ে মিমি বলেন, ‘আমি তো এই মাত্র শুনলাম। তবে অঙ্কুশ কিন্তু আমায় রোজ না দেখে থাকতে পারে না। আমি আর ও একসঙ্গে থাকি।’

মিমির এই কথার জবাবে অঙ্কুশ বলেন, ‘আরে ওর জন্য গ্যাংটকে বাড়ি কিনেছি আমি। এই গরম মেয়েকে তো ঠান্ডা জায়গায় রাখতে হবে!’

এবার পূজায় টালিউডে বেশকিছু ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। এর মধ্যে রয়েছে- ‘এক যে ছিল রাজা’, ‘ব্যোমকেশ গোত্র’, ‘কিশোরকুমার জুনিয়র’, ‘ভিলেন’। এই সব সিনেমার মধ্যে প্রতিযোগিতা করে টিকে থাকর চেষ্টা দুই তারকার ‘ভিলেন’।

কিন্তু এতো সিনেমার মধ্যে অঙ্কুশ-মিমির ‘ভিলেন’ দর্শক কেনো দেখবে- এই প্রশ্নের জবাবে মিমি বলেন, ‘অঙ্কুশ এ সিনেমার জন্য প্রচুর খেটেছে। সিনেমাটি দেখলেই বুঝবে সবাই।’

অপরদিকে অঙ্কুশ বলেন, ‘আসল কথা হচ্ছে মিমি ও আমার রসায়নটা, মানে অফ স্ক্রিন কেমিস্ট্রিটাই এখানে ক্লিক করেছে!’

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি