ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাঁটু গেড়ে বসে সালমানকে বিয়ের প্রস্তাব দেন দীপিকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের অন্যতম সেরা জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। যাদের সম্পর্ক ও প্রেমের গল্পটি সবার জানা। ইতিমধ্যে তাদের বিয়ের প্রস্তুতিও নেওয়া হয়েছে। অথচ দীপিকা পাড়ুকোন না কি অন্য একজনকে প্রস্তাব দিয়েছেন। তাও আবার সরাসরি বিয়ের প্রস্তাব। যাকে প্রস্তাব দিয়েছিলেন তার নাম সালমান খান!

তবে এটা সত্যি সত্যি নয়। মজা করে দীপিকা এ প্রস্তাব দেন ভাইজানকে। ৫০ বছর পেরিয়ে গেলেও এখনো ব্যাচেলর সালমান। আর এই বিষয়টি নিয়ে প্রায়ই সহকর্মীরা তার সঙ্গে মজা করেন। এবার দীপিকাও সেই কাজটি করলেন।

বছর কয়েক আগে নিজের সিনেমার প্রচারের জন্য সালমানের শো ‘বিগ বস’-এ গিয়েছিলেন দীপিকা পাডুকোন। তখনই হঠাৎ এ প্রস্তাব দেন অভিনেত্রী।

সালমানের সামনে হাঁটু গেড়ে বসে দীপিকা বলেন, ‘সালমান, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি?’

প্রস্তাবটি শুনেই না করে দেন সালমান। হাসতে হাসতে বলেন, ‘দীপিকা হও বা যেই হও বিয়ে আমি করছি না।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি