অক্টোবরে মুক্তি পাচ্ছে মৌসুমীর দুই সিনেমা
প্রকাশিত : ১২:১৩, ১ অক্টোবর ২০১৮
দেশীয় চলচ্চিত্রের প্রিয়দর্শনীখ্যাত অভিনেত্রী মৌসুমী। আকাশছোঁয়া সাফল্য সঙ্গে নিয়ে দীর্ঘদিন পথ চলছেন তিনি। দীর্ঘ দুই যুগ ধরে চলচ্চিত্রে সমান দর্শকপ্রিয়তা নিয়েই কাজ করে যাচ্ছেন। বর্তমানে চলচ্চিত্রে খুব বেশি দেখা না গেলেও এখন অভিনয় করে যাচ্ছেন তিনি। কারণ অভিনয় তার নেশা।
চলতি মাসে তার দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৫ অক্টোবর একে সোহেল এর পরিচালনায় ‘পবিত্র ভালোবাসা’ এবং পরের সপ্তাহে ইস্পাহানী-আরিফ জাহানের ‘নায়ক’ সিনেমা দুটি মুক্তি পাবে তার। পর পর দুই সপ্তাহে দুটি সিনেমা মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত মৌসুমী।
এ বিষয়ে চিত্রনায়িকা বলেন, ‘আমি দর্শকদের সবসময়ই ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা করে আসছি। দুটি সিনেমা নিয়েই আমি বেশ আশাবাদী। কারণ দুটি সিনেমাই মৌলিক গল্পের কাহিনী নিয়ে করা। তাছাড়া, কপি সিনেমাতে কাজ করার কোনো ইচ্ছে আমার নেই।’
একে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’ নিয়ে মৌসুমী বলেন, ‘এর আগে সোহেল ভাইয়ের পরিচালনায় ‘বাংলার বউ’ এবং ‘খাইরুন সুন্দরী’ নামে দুটি সিনেমাতে কাজ করেছিলাম। এরমধ্যে ‘খাইরুন সুন্দরী’ সিনেমাটি মুক্তির পর সুপারহিট হয়। দর্শকরা দারুণ পছন্দ করেছিল। অনেকদিন পর আবার তিনি ‘পবিত্র ভালোবাসা’ সিনেমাটি নির্মাণ করলেন। এ সিনেমার কাহিনীটা একেবারে মৌলিক।’
তিনি আরও বলেন, সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ পরিচালকের নিজের। আর সিনেমাতে নতুন অভিনেতা রোকনও ভালো অভিনয় করেছে। ফেরদৌসও আছে এই সিনেমাতে। বাংলাদেশের মানুষের জীবনের সিনেমা। এর গানগুলোও সুন্দর হয়েছে। সবমিলে এটি দর্শকরা পছন্দ করবে বলে আশা করছি।’
অপরদিকে ‘নায়ক’ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘ইস্পাহানী-আরিফ জাহান দুজনেই ভালো নির্মাতা। তাদের সিনেমা মানেই ব্যবসাসফল। ‘নায়ক’ও ভালো ব্যবসা করুক এটাই চাই। আমি তাদের পরিচালনায় ‘বিদ্রোহী বধূ’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘তুমি সুন্দর’, ‘গোলাম’, ‘মেশিনম্যান’, ‘শিকারি’সহ বেশকিছু সিনেমাতে অভিনয় করেছি।’
উল্লেখ্য, বড় পর্দার পাশাপাশি মৌসুমী ছোটপর্দাতেও অভিনয় করেন। তবে প্রতিবারের মত এবার ছোটপর্দায় গত ঈদে দেখা যায়নি তাকে। কিন্তু বাংলা চলচ্চিত্রে তার অভিনয় ক্যারিয়ারের রজতজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে ‘স্টার নাইট’ নামের একটি অনুষ্ঠান করেছিলেন। যা কোরবানির ঈদে প্রচার হয়।
এসএ/