ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যে নায়ককে একেবারেই সহ্য করতে পারেন না প্রিয়াঙ্কা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৬:৫৪, ২ অক্টোবর ২০১৮

কেউ মুখ না খুললেও গ্লোবাল ক্যুইন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বেশ কয়েকজন অভিনেতারই সম্পর্ক নাকি ভালো নয়৷ তা সে শাহরুখ খান হোক বা সালমান খান৷ নিন্দুকের দাবি হলিউডে নাম করার নেশায় বলিউডকে কম পাত্তা দিচ্ছেন প্রিয়াঙ্কা৷ বলিউডের নাম করা পরিচালককে না করে দিচ্ছেন তিনি৷

সালমানের ‘ভারত’ ছবিতে নায়িকা হিসেবে ছিলেন তিনি৷ ছবির শ্যুটিং শুরু হওয়ার দিন কয়েক আগেই ‘ভারত’ প্রজেক্ট থেকে সরে পরেন তিনি।

এর কারণ হলো হলিউড ফিল্ম৷ যার জন্য সালমান বেজায় চটেন প্রিয়াঙ্কার উপর৷ ভবিষ্যতে তার সঙ্গে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি! অভিনেতাদের রাগের পরিবর্তে নায়িকারও রয়েছে ক্ষোভ৷ তবে সালমান কিংবা শাহরুখ প্রতি নয়। তার সম্পূর্ণ ক্ষোভ অভিষেক বচ্চনের উপর৷

অভিষেক বচ্চনের দেওয়া একটি নাম একেবারেই পছন্দ ছিল না প্রিয়াঙ্কার৷ যার জন্য তিনি অভিষেককে মেরেও ফেলতে চান৷ সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই৷ পুরো বিষয়টি কিন্তু নিছকই মজা৷

ঠাট্টা করেই তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমি অভিষেককে এবার মেরেই ফেলব৷ ওর সঙ্গে ‘ব্লাফমাস্টার’ ছবিটা করার সময় আমায় প্রথম পিগি চপস নামটা দেয়৷ কীভাবে নামটা বানিয়েছিল জানি না৷ তবে অবাক হওয়ার বিষয় হল, নামটা মিডিয়াতে পুরো দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল।যেন ওটাই আমার আরেকটা নাম৷

‘চপস্’এ আমার কোনও আপত্তি নেই, কিন্তু ‘পিগি’তে রয়েছে৷ তাও ভালো অভিষেক এখন আমায় চপস বলেই ডাকে৷ পিগিটা সারাজীবনের মতো বন্ধ হয়েছে৷ এতেই আমি সন্তুষ্ট৷

সূত্র: কলকাতা ২৪x৭

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি