ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টয়ার ‘বেঙ্গলি বিউটি’ এবার চীনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

লাক্স তারকা টয়ার ‘বেঙ্গলি বিউটি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৫ অক্টোবর। রাহশান নুর পরিচালিত সিনেমাটিতে নির্মাতার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন তিনি।

ব্যতিক্রমী গল্প ও প্রেক্ষাপটে গড়ে ওঠা এ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে টয়ার। সিনেমাটি এর আগে আমেরিকায় মুক্তি পেয়ে ব্যবসায়িক সাফল্য পেয়েছিল বলে জানিয়েছেন রাহশান।

এদিকে বাংলাদেশের পাশাপাশি চীনেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আগামী বছরের শুরুতে প্রাথমিকভাবে দেশটির চারটি রাজ্যের শতাধিক প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে বলে জানা গেছে। বেঙ্গলি বিউটিতে টয়া-রাহশান ছাড়াও অভিনয় করেছেন সারা আলম, আশফাক রেজওয়ান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, নেইলি আজাদ প্রমুখ।

গত ২০ জুলাই দেশের মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাহশান নূর পরিচালিত চলচ্চিত্র বেঙ্গলি বিউটি। নূরের এ সিনেমাটি মুক্তিযুদ্ধ-পরবর্তী অত্যন্ত স্পর্শকাতর এক সময়কালের গল্পকে ধরে নির্মিত। ১৯৭৪ সালে সদ্য আমেরিকা ফেরত আফজাল নামের এক তরুণের বাংলাদেশ বেতারে ডিজে হিসেবে যোগদান, তার সংগে ময়না নামের এক তরুণীর গড়ে ওঠা প্রেমকে ঘিরে সিনেমাটির মূল আখ্যান এগিয়ে চলে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি