ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

এবার বিচ্ছেদ টাইগার-দিশার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ৩ অক্টোবর ২০১৮

বলিউডে তারকাদের মধ্যে প্রেমের সম্পর্ক নতুন কিছু নয়। একটি সিনেমায় দুজন তারকা স্ক্রিন শেয়ার করলেই হয়ে যায় মধুর সম্পর্ক। যে সম্পর্ক নিয়ে মিডিয়ায় জল কম ঘোলা হয় না। ঠিক এমনই একটি সম্পর্কের মধ্যে ছিলেন টাইগার শ্রফ ও দিশা পাটানি।

টানা তিন বছর চুটিয়ে প্রেম করেছেন তারা। নতুন খবর হচ্ছে দুজনের মধ্যে বিচ্ছেদ এসে ধরা দিয়েছে। বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফ ও ‘সুপার হট’ অভিনেত্রী দিশা পাটানি দুজনে মিলেই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তবে বন্ধুত্বটা টিকিয়ে রাখবেন তারা।

অনেক দিন ধরেই এই যুগলের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এর আগে দুজনের মধ্যে বেশ তর্কাতর্কিও হয়েছে। যদিও তারা বেশ চেষ্টা করেছেন সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। কিন্তু সফল হননি। তাই নিজেদের শান্তির জন্যই আলাদা হয়ে গেছেন।

এদিকে দুই তারকার হাতেই বেশ কিছু প্রকল্প রয়েছে। তারা এখন পেশাগত জীবনেই মনোযোগ দিতে চান।

উল্লেখ্য, চার বছর ধরে টাইগার-দিশা বন্ধুর মতো ঘুরেছেন। আনুষ্ঠানিকভাবে কখনই প্রেমের ঘোষণা দেননি। কিন্তু তাদের অসংখ্যবার ডিনার পার্টিতে দেখা গেছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গত দুই বছর তারা ভ্রমণের অসংখ্য ছবি প্রকাশ করেছেন।

টাইগার শ্রফ ও দিশা পাটানি রুপালি পর্দার জুটি হয়েছিলেন ‘বাঘি-২’ সিনেমাতে। যেটি বক্স অফিসে দারুণ হিট করে। অ্যাকশন ও রোমান্সধর্মী চরিত্র দিয়ে তারা ভক্তর মন জয় করেছেন।

সূত্র : বলিউড লাইফ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি