ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তনুশ্রী প্রসঙ্গ নিয়ে রাখীকে হত্যার হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড তারকা তনুশ্রী দত্ত। সম্প্রতি শক্তিমান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন তিনি। একথা এখন সবারই জানা। বিষয়টি নিয়ে সে দেশের গণমাধ্যম এতোটাই সরব ভূমিকায় যে, একের পর এক নতুন নতুন সংবাদ প্রকাশ করছে তারা। অনেকেই আবার তনুশ্রীর পাশে দাঁড়িয়েছে। আবার কেউ বলছে ভিন্ন কথা।

সম্প্রতি ভারতের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তনুশ্রী অভিযোগ করেন, ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমা করতে গিয়ে নানা পাটেকার তাকে যৌন হেনস্তা করেছেন। এমনকি এই ঘটনার জের ধরেই দেশান্তরি হয়েছিলেন তনুশ্রী।

তিনি আরও জানান, ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার এক আইটেম গানে কাজ করার কথা ছিল তার। নানা পাটেকার সে সময় খারাপ আচরণ করেছিলেন তার সঙ্গে। ওই গানের কোরিওগ্রাফার গণেশ আচার্য আর পরিচালক রাকেশ সারাঙ্গ তাকে ব্যাপারটি চেপে যেতে বলেছিলেন। কিন্তু প্রতিবাদ করেন তনুশ্রী। সেই সঙ্গে তনুশ্রী শুটিং থেকে চলে যান। পরবর্তিতে একদল লোক তার গাড়িতে হামলা চালায়। প্রতিকার না পেয়ে উল্টো আইটেম গান থেকে তাকে বাদ দেওয়া হয়। আর তার বদলে নেওয়া হয় রাখী সাওয়ান্তকে।

সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে তনুশ্রী দত্ত বলেন, ‘আমার বদলে রাখী সাওয়ান্ত! এর চেয়ে বড় অপমান আর কী হতে পারে! পরে শুনেছিলাম, সেটে এসে আমাকে নিয়ে রাখী সাওয়ান্ত অনেক খারাপ মন্তব্য করেছেন৷’

তিনি আরও বলেন, ‘ওই সময় ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার সেটে গিয়ে রাখী বলেছিলেন, ‘তনুশ্রীর গায়ে হিরে-সোনা লাগানো আছে যে ওকে ছোঁয়া যাবে না?’

এসব কথা বলার পর থেকেই তনুশ্রী দত্তের ওপর খেপেছেন রাখী। তনুশ্রীকে মাদকাসক্ত দাবি করে রাখী বলেন, ‘তার সব অভিযোগ মিথ্যা। নানা পাটেকারের মতো মানুষ হয় না, তনুশ্রীর আসলে মাথা ঠিক নেই৷’

আরও পড়ুন : ‘এ ঘটনাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই’

রাখী আরও বলেন, ‘ও আমাকে নিয়ে প্রশ্ন করেছে, কিন্তু তনুশ্রী কী? এত দিন কেন চুপ করে ছিল? ১০ বছর ধরে কোমায় ছিল যে মুখ খুলতে পারেনি? এখন এত কথা ফুটছে ওর মুখে? বলিউডে ওর কোনো কাজ নেই, কেউ ওকে কাজ দেয় না৷ আমেরিকায় ভিক্ষা করত, সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে৷ ইংরেজিতে দু-একটা কথা বলল আর সবাই তা সত্যি মেনে ওকে সমর্থন করছে। পরে ওই সেটে আমিও কাজ করেছি। ওখানে কেউ নানা পাটেকারের বিরুদ্ধে কোনো কথা বলেনি।’

আরও পড়ুন : নানার বিরুদ্ধে অভিযোগ তোলার রাতে যা ঘটেছিল তনুশ্রীর সঙ্গে!

এবার সেই রাখীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার তাকে ফোন করে একজন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এ হুমকি দেয়।

এ বিষয়ে রাখী বলেন, ‘তনুশ্রী আর নানা বিতর্কে মুখ খোলায় আমার সঙ্গে এমন ঘটনা ঘটছে।’ তবে এ ব্যাপারে তিনি এখনও পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি