ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোদসী-ইমরানের রোমান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সময়ের সারাজাগানো কন্ঠশিল্পী ইমরান। একের পর এক গানে মাত করেছেন দর্শক-শ্রোতাদের। তাঁর গানে যেসব মিউজিক ভিডিও হচ্ছে সেগুলোও বেশ সাড়া ফেলছে।

সুরে সুরে কীভাবে কল্পচিত্র আঁকা যায় তা ইমরান ভালোই জানেন। হাতে চেলো নিয়ে তাই সুরের সারথি রোদসীকে শিখিয়ে দিচ্ছিলেন ছবি আঁকার মন্ত্র।

রোদসীও মন্ত্রমুগ্ধের মতো চেলোর মাতাল করা মূর্ছনায় মনের ক্যানভাসে এঁকে নিচ্ছিলেন প্রিয় অবয়ব আর দৃশ্যপট। এ সময় দু’জন রোমাঞ্চের সাগরে ভেসে যান।

সে মুহূর্তটাকে `মন খারাপের দেশে` গানের ভিডিওর জন্য ক্যামেরাবন্দি করেছেন নির্মাতা সৈকত রেজা।

ইমরানের গাওয়া এ গানের কথা লিখেছেন শরীফ আল-দীন। নাজির মাহমুদের সুরে গানের সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।

সম্প্রতি অ্যালবাম প্রকাশনা প্রতিষ্ঠান সিএমভি তাদের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করেছে। প্রকাশের প্রথম সপ্তাহে রোমান্টিক গানটি কোটি দর্শকের মনোযোগ কেড়েছে। সে সুবাদে ইমরান কণ্ঠশিল্পী হিসেবে স্পর্শ করেছেন আরেকটি মাইলফলক।

/ এআর /

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি