ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকায় হচ্ছে আরও ৪টি মাল্টিপ্লেক্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকায় আরও ৪টি মাল্টিপ্লেক্স চালু হতে যাচ্ছে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এগুলোর উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে একটির কাজ শেষ। দ্রুতই এটি চালু হবে।

এছাড়া মহাখালী, উত্তরা ও পূর্বাচলে আরও ৩টি মাল্টিপ্লেক্সের কাজ চলছে। স্টার সিনেপ্লেক্সের ১৪ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুবুর রহমান।

শুধু প্রেক্ষাগৃহই নয়, স্টার সিনেপ্লেক্স চলচ্চিত্র নির্মাণেও আসছে। মুক্তিযুদ্ধ, নারীর ক্ষমতায়ন ও মাদক নিয়ে তারা ছবি তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানান মাহবুবুর রহমান।
সোমবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আয়োজিত ১৪ বছর পূর্তি উৎসবে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন নানা অঙ্গনের তারকারা। এরমধ্যে ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, পপি, শাকিব খান, জয়া আহসান, নাবিলা উল্লেখযোগ্য।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। অনুষ্ঠানে বেশ কিছু দেশের ছবিকে পুরস্কৃত করা হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি