ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মানিকের সিনেমায় ভিলেন সেলিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ১০ অক্টোবর ২০১৮

আবারও পর্দায় জুটি হয়ে আসছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু সিনেমায় দেখা যাবে তাদের। চলতি বছর ফেব্রুয়ারি মাসে সিনেমাটির শুটিং শুরু হলেও নতুন করে সিনেমাটিতে যুক্ত হয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম।

সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই তারকা সিনেমাটিতে ভিলেন চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘সেলিম ভাই অসাধারণ একজন অভিনেতা। তার অভিনয় আমার অনেক পছন্দ। ‘আনন্দ অশ্রু’র ভিলেন হিসেবে অনেকের নাম ভেবেছিলাম। কিন্তু চরিত্রটির সঙ্গে কাউকে মনের মতো মেলাতে পারছিলাম না। শুধুমাত্র সেলিম ভাইকেই আমার পারফেক্ট মনে হয়েছে। তাই তাকে চুক্তিবদ্ধ করালাম।’

সুদীপ্ত সাইদ খানের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান। ১৯৯৭ সালের মুক্তিপ্রাপ্ত শিবলী সাদিক পরিচালিত এবং সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমার নামেই নতুন এ সিনেমাটি নির্মিত হচ্ছে।

নির্মাতা জানান, নাম একই হলেও দুই সিনেমার গল্পে কোনও মিল থাকছে না।

উল্লেখ্য, ‘আনন্দ অশ্রু’তে আরও অভিনয় করছেন- আলীরাজ, সুজাতা, মারুফ প্রমুখ।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি