ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার বোমা ফাটালেন ইমরান খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ১০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

যৌন নিপীড়ন প্রসঙ্গে বলিউডে সরব হয়ে উঠেছেন তারকারা। নারী তারকাদের পাশাপাশি মুখ খুলছেন বলিউড অভিনেতারাও। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা ইমরান খান।

সম্প্রতি বিকাশ বহেলের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ ওঠে। এরপর হৃতিক রোশন জানিয়েছিলেন, ওই পরিচালকের অধীনে তিনি কাজ করবেন না। কারণ বিকাশ বহেলের পরিচালনায় ‘সুপার থার্টি’র কাজ করছিলেন হৃত্বিক। এদিকে একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও বাদ দেয়া হয়েছে বিকাশকে।

অর্থাৎ বলিউড নির্মাতা বিকাশ বহেলের যৌন কেলেঙ্কারির ঘটনা আগে থেকেই সবাই জানা। কিন্তু সেটি ধামাচাপা দেয়া হয়েছিল।

এবার ইমরান খান বলেছেন, চলচ্চিত্র শিল্পের সবাই এ ঘটনা আগে থেকেই জানত। ৫/৬ মাস আগে আমি একটি পার্টিতে গিয়েছিলাম। হলিউডের যৌন নিপীড়নবিরোধী আন্দোলন নিয়ে সেখানে সবাই আলোচনা করছিলেন। এক পর্যায়ে আমি বলিউড নিয়ে কথা তুললাম। বিকাশ বহেলের ঘটনাটি তার কয়েক সপ্তাহ আগেই ঘটেছিল। যেটি ধামাচাপা দেয়া হয়। পার্টিতে দেখলাম বিকাশ হাসছে, সব সেলিব্রেটির সঙ্গে গিয়ে ছবি তুলছে। পরে সে হৃত্বিকের সঙ্গে ছবি করাও শুরু করল। হলিউডে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়, আর আমাদের এখানে দোষীরা বেশ ভালো সুযোগ পেয়ে যায়।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি