ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

এবার নম্বর ১১

নতুন সম্পর্কে জড়ালেন সুস্মিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ১১ অক্টোবর ২০১৮

প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। প্রেম ও সম্পর্ক তৈরিতে তিনি যেনো রেকর্ড করছেন। সকলেই জানা রয়েছে যে- তার বন্ধুদের তালিকা বেশ লম্বা। এর আগে দশজনে সঙ্গে সম্পর্ক গড়ার খবর প্রকাশ পেয়েছে। সেই তালিকায় যুক্ত হল আরও একজনের মুখ। এবার ১১ নম্বর সম্পর্কে জড়ালেন তিনি। তবে সুস্মিতার সঙ্গে নতুন বন্ধুর ছবি প্রকাশ পেলেও এখনও তার নাম জানা যায়নি।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির সঙ্গে দেখা যায় সুস্মিতা সেনকে। ওই ব্যক্তির সঙ্গে বেশ হাসিখুশি মুডে দেখা যায় তাকে। সুস্মিতার সঙ্গে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে দেখে পাপারাৎজি তাদের ঘিরে ধরেন। কিন্তু ৪২ বছর বয়সী এই অভিনেত্রী এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়েই সেখান থেকে সরে যান তিনি। যা দেখে সুস্মিতা এবং তার অজ্ঞাত পরিচয়ের বন্ধুকে নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এদিকে সুস্মিতা সেন নাকি এ পর্যন্ত ১০টি সম্পর্ক ভেঙেছেন। তার বন্ধুর তালিকায় যেমন অভিনেতা রয়েছেন তেমনি রয়েছেন পরিচালকও। আর খোলামেলা সেই সম্পর্কের জন্যই বার বার শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি