ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী অন্নপূর্ণা দেবী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী অন্নপূর্ণা দেবী আর নেই৷ পদ্মভূষণে সম্মানিত এই শিল্পী বার্ধক্যজনিত বেশ কিছু রোগে আক্রান্ত হয়েছিলেন৷ শনিবার ভোররাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর৷

অন্নপূর্ণা দেবীর প্রকৃত নাম রওশন আরা বেগম৷ ২৩ এপ্রিল ১৯২৭ সালে মধ্য প্রদেশের মাইহারে জন্ম গ্রহণ করেন তিনি। তার পিতা ওস্তাদ আলাউদ্দীন খান হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের মাইহার ঘরানার প্রতিষ্ঠাতা এবং ভাই আলী আকবর খান ভারতের কিংবদন্তি শরদ বাদক।

অন্নপূর্ণা তার বাবার কাছে তালিম নেন এবং তার বাবার ছাত্র পরবর্তীকালে বিখ্যাত সেতার বাদক রবিশংকরকে বিয়ে করেন। বিয়ের সময় অন্নপূর্ণার বয়স ছিল ১৪ এবং রবিশংকরের বয়স ছিল ২১। বিয়ের পর অন্নপূর্ণা হিন্দু ধর্ম গ্রহণ করেন ৷ তবে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। ফলে রবিশংকরের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়ে যায়৷ তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয় যার নাম শুভেন্দ্র শঙ্কর। যাকে অন্নপূর্ণা সেতার বাজানো শেখান। তবে শুভ অল্প বয়সেই মারা যান৷ পরবর্তীকালে তিনি ম্যানেজমেন্ট গুরু রুশিকুমার পাণ্ডেকে বিয়ে করেন৷

পিতার কাছে তালিম নিয়ে যোগ্য কন্যা হয়ে ওঠেন অন্নপূর্ণা৷ একদিকে তিনি যেমন ভারতীয় কিংবদন্তী সঙ্গীত শিল্পী হয়ে ওঠেন, তেমনি মুম্বাইতে ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীত শিক্ষা দিতে থাকেন। তার শিষ্যদের মধ্যে রয়েছেন- হরিপ্রসাদ চৌরসিয়া, নিখিল বন্দ্যোপাধ্যায়, অমিত ভট্টাচার্য, আশিস খান প্রমুখ৷

এই শিল্পীর ঝুলিতে রয়েছে বেশ কিছু সম্মান বা খেতাব৷ ১৯৭৭ সালে পদ্মভূষণ, ১৯৯১ সালে সঙ্গীত নাটক আকাডেমি আওয়ার্ড, ১৯৯৯ সালে দেশিকোত্তম পান৷

তার মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছেন।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি