ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পপি-ফেরদৌস ও মিলনের ‘সেভ লাইফ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

এবার একই সিনেমায় দর্শকদের সামনে আসছেন চিত্রনায়ক ফেরদৌস, পপি ও আনিসুর রহমান মিলন। ফায়ার সার্ভিস কল্যাণ ট্রাস্ট ও আরজিবি মিডিয়ার যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘সেভ লাইফ’। কাজী আমিরুল ইসলাম শোভা পরিচালিত এই সিনেমার গল্পে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে তাদের।

ফায়ার ব্রিগেডের সদস্যরা কতটা ঝুঁকি ও জীবন বাজি রেখে কাজ করেন তা উঠে আসবে এই সিনেমায়। তবে এই প্রথম তারা একসঙ্গে অভিনয় করছেন। সম্প্রতি রাজধানীর গুলিস্তানের ফায়ার ব্রিগেডের অফিসে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়।

সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন কুমার প্রীতিশ বল।

এ বিষয়ে ফেরদৌস বলেন, ‘সেভ লাইফে’র গল্প ভাবনাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এভাবে প্রতিটি সেক্টরের সত্যিকারের হিরোদের নিয়ে যদি আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়, তাহলে শুধু দেশের মানুষই নয়, বিশ্বের মানুষরাও জানতে পারবে আমরা কতটা দেশপ্রেমী।’

নতুন এই সিনেমা নিয়ে পপি বলেন, ‘সিনেমার গল্পটি শোনার পর এত ভালো লেগেছে যে, আর দেরি না করে এতে অভিনয়ে রাজি হয়েছি। এই চলচ্চিত্রের গল্প সত্যিকার অর্থে আমাদের জীবনের গল্প। এই সিনেমাটির মাধ্যমে দর্শকরা জানতে পারবেন আমাদের দেশের সত্যিকারের হিরোদের কথা।’

নির্মাতা জানান, নভেম্বরের প্রথম সপ্তাহেই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি