ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুজোর দিনটা অন্যরকম কাটাতে চান মিমি চক্রবর্তী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৩, ১৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ঘন নীল জড়ি পাড় শাড়ি। সঙ্গে হট পিঙ্ক বুটিদার সিল্কের ব্লাউজ। হাতে, কানে, গলায় সোনার গয়না। ঠিক এ ভাবেই সেজে ষষ্ঠীর দিনটা কাটাতে চান অভিনেত্রী মিমি চক্রবর্তী।

সোশ্যাল মিডিয়ায় সোমবার একটি ভিডিও শেয়ার করেছেন মিমি। সেখানেই জানিয়েছেন তার পুজোর প্ল্যান। পুজো মানেই মিমির কাছে হুল্লোড়। বন্ধুদের সঙ্গে প্যান্ডেলে বসে চুটিয়ে আড্ডা। আর তার সঙ্গে নিয়ম না মেনে সব কিছু খাওয়া। সারা বছর ডায়েটে থাকেন মিমি। কিন্তু পুজোর সময় কোনও ডায়েট নয়। আজ পোলাও মাংস থাকবে নায়িকার মেনুতে।

চলতি পুজো মিমির কাছে স্পেশ্যাল। কারণ গত শুক্রবার মুক্তি পেয়েছে মিমির নতুন ছবি ‘ভিলেন’। বাবা যাদবের পরিচালনায় এই ছবিতে তিনি অঙ্কুশের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ইতিমধ্যেই দর্শক এই জুটির অভিনয়ের প্রশংসা করেছেন। ফলে পুজোর আনন্দ আরও বেড়ে গিয়েছে মিমির।

সূত্র- আনন্দবাজার
আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি