ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবিসিডি থ্রি’-তে জমবে ক্যাটরিনা-বরুণ রসায়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ১৬ অক্টোবর ২০১৮

প্রথমবার জুটি বাঁধছেন বরুণ ধাওয়ন এবং ক্যাটরিনা কাইফ। দু’জনে আসলে কোন চরিত্রে আছেন, এ বার জানা গেছে সে খবর। বরুণ এক জন ভারতীয় নৃত্যশিল্পী হিসেবে ছবিতে রয়েছেন।

আর হট ক্যাটরিনাকে দেখা যাবে এক পাকিস্তানি মেয়ের চরিত্রে। দু’জনের দেখা হয় লন্ডনের একটি আন্তর্জাতিক ডান্স কম্পিটিশনে। ‘এবিসিডি টু’-এ বরুণের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন পরিচালক রেমো।

তখনই বলে দিয়েছিলেন, পার্ট থ্রি-তেও বরুণকেই নেবেন। ক্যাটরিনাও নাচেন ভাল। এবার দু’জনের নাচের জুড়িদারি কেমন জমে, সেটাই দেখার। আপাতত আলিয়া ভাটের সঙ্গে বরুণ কার্গিলে শুটিং করছেন ‘কলঙ্ক’-এর। অন্য দিকে ক্যাটরিনা ‘ভারত’-এর শুটিং করছেন আবু ধাবিতে।

সূত্র: ওয়ান ইন্ডিয়া।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি