ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ফিলিপাইনের শরিফার মাথায় মিস এশিয়ার মুকুট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ১৭ অক্টোবর ২০১৮

এবারের ‘মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল’-এর মুকুট মাথায় উঠলো ফিলিপাইনের সুন্দরী শরিফা আকিলের। গত ৫০ বছরের ইতিহাসে এই প্রথম একজন মুসলিম তরুণী এ মুকুট বিজয়ী হলেন।

সম্প্রতি ম্যানিলার পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৫৫ দেশের প্রতিযোগী অংশ নেন। এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন নিউইয়র্কের মারজানা চৌধুরী। তিনি ২০তম স্থান দখল করেছেন।

‘মিস বাংলাদেশ’ হিসেবে শিকাগোভিত্তিক একটি সংস্থার মাধ্যমে সিলেটের সন্তান মারজানা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ব্রাজিল সুন্দরী গেব্রিয়েলা পালমা হয়েছেন প্রথম রানারআপ। দ্বিতীয় রানারআপ হয়েছেন কোস্টারিকা সুন্দরী মেলানিয়া গঞ্জালেজ।

এছাড়া মঙ্গোলিয়ার মিশেল্ট নরম্যান্ডাক হয়েছেন তৃতীয় এবং চতুর্থ রানারআপ মুকুট জিতেছেন ভেনেজুয়েলা সুন্দরী মারিয়ানি এঙ্গারিতা। ফিলিপিনো সুন্দরীদের মুকুট জয়ের এটি পঞ্চম ঘটনা।

এদিকে ‘মিস এশিয়া’ জয়ী শরিফা মুকুট জয়ের পর বলেছেন, ‘বর্তমান সময়ে সারাবিশ্ব ভয়ংকর যে সমস্যায় পড়েছে, সেটি হচ্ছে সাইবার ক্রাইম। এটিকে নিজ নিজ মূল্যবোধ থেকে প্রতিহত করতে হবে। তথ্য-প্রযুক্তির অপব্যবহার নয়, এর সদ্ব্যবহার করতে হবে মানবতার সার্বিক কল্যাণের পথ সুগম রাখতে।’

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি