ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সম্মাননা পেলেন পপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ১৭ অক্টোবর ২০১৮

সময়ের আলোচিত চিত্রনায়িকা পপি। সুদর্শনী এই নায়িকা চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রথমবারের মতো ‘আলোকিত নারী সম্মাননা’য় ভূষিত হলেন।

সম্প্রতি রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে এক অনুষ্ঠানে পপির হাতে এ সম্মাননা তুলে দেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম, এমপি।

এ সম্মাননা পাওয়া প্রসঙ্গে পপি বলেন, ‘এবারই প্রথম চলচ্চিত্র অভিনয়ের জন্য আলোকিত নারী সম্মাননা পেলাম। এ সম্মাননা আমার জীবনের অন্য সম্মাননা থেকে সম্পূর্ণ আলাদা। আমাকে সম্মানিত করার মধ্যদিয়ে বাংলাদেশের সব সফল নারীর সম্মানিত করা হল। তাই আমার এ সম্মাননা সব সফল নারীকে আমি উৎসর্গ করলাম।’

এর আগে পপি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি