ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মৌনীর হট ফোটোশুট ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ২০ অক্টোবর ২০১৮

মৌনী রায়। সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ সরব। প্রতিনিয়ত নিজের আপডেট প্রকাশ করেন নায়িকা। এবার তিনি নিজের হট ছবি শেয়ার করলেন। আবারও নতুন রূপে ধরা দিলেন তিনি। মৌনীর হট ফোটোশুট নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় তার হট লুক পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে পড়ে। ৩ লক্ষেরও বেশি লাইক পড়েছে। কিউ কি সাঁস ভি কভ বহু থি, দেবো কা দেব মহাদেব, নাগিন— এ সব টেলি সিরিয়ালের পরিচিত মুখ মৌনী রায়। শুধু অভিনয় নয়, নাচেও যথেষ্ট পারদর্শী। তিনি এক জন প্রশিক্ষিত কত্থক শিল্পী।

পশ্চিমবঙ্গের কোচবিহারের গাঁধী কলোনিতে ১৯৮৫-তে জন্ম। তার ঠাকুরদা ছিলেন এক জন নামকরা থিয়েটার শিল্পী। মা-ও থিয়েটারের সঙ্গে জড়িত। দ্বাদশ শ্রেণি পাশ করেছেন কোচবিহারের বাবুরহাটের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে। তার পরই দিল্লি পাড়ি দেন। মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা চলাকালীনই অভিনয়ের জন্য মুম্বাইয়ে যান।

২০০৪-এ রান সিনেমাতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে অভিনয়ের জগতে আত্মপ্রকাশ। তার পর আর ফিরে তাকাতে হয়নি। ২০০৭-এ কিউ কি সাঁস ভি কভ বহু থি সিরিয়ালে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করেন।

সম্প্রতি গোল্ড সিনেমাতে অভিনয় করছেন মৌনী। এটাই তার প্রথম সিনেমা। আর প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন তিনি।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি