ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন লাবণী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় ‘মিস বেস্ট বিহেভিয়র’ অ্যাওয়ার্ড পেয়েছিলেন আফরিন সুলতানা লাবণী। অনুষ্ঠান শেষে তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিবাহিত হয়েও প্রতিযোগীতায় অংশ নিয়েছিলেন।

বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলেও বিয়ের কথা অস্বীকার করেন লাবণী। তার দাবি, আতাউর রহমান আতিকের সঙ্গে তার বিয়ে বা বিচ্ছেদ কোনোটাই হয়নি। দুই বছর সংসার করা তো দূরের কথা, কখনও জামালপুর যাওয়াও হয়নি তার। তবে আতাউর তার পরিচিত বলে জানিয়েছেন তিনি।

আতাউর প্রসঙ্গে তিনি জানান, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করতে যখন ঢাকায় আসেন লাবণী, তখন ইডেন কলেজের হোস্টেলে থাকতেন। সেখানে তার রুমমেট ছিলেন সোমা নামে এক মেয়ে। আতিক ছিলেন সোমার পরিচিত। সেই সূত্রে আতিকের সঙ্গে তার পরিচয়। লাবণীর দাবি— আতিক তাকে পছন্দ করতেন এবং সে পছন্দটাই তার (লাবণীর) জীবনে কাল হয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আতিককে আমি বিয়ে করিনি। সে আমার পরিচিত। আমাকে পছন্দ করতো। আমার পিছনে ঘুরতো। তার সঙ্গে আমার প্রেমের সম্পর্কও ছিল না। সে যা বলছে তার সবই মিথ্যে।’

আতিকের সঙ্গে ছবি প্রকাশ প্রসঙ্গে লাবণী বলেন, ‘প্রথম যখন ঢাকায় আসি তখন বন্ধুরা মিলে একদিন কার্জন হলের সামনে ঘুরতে গিয়েছিলাম। সেদিন ওর সঙ্গে কিছু ছবি তোলা হয়। এছাড়া সে একদিন বন্ধুদের নিয়ে আমার বাসায় আসে, সেদিন একটি ছবি তোলা হয়। সেই ছবিগুলো দিয়েই এখন সে আমাকে ব্ল্যাকমেইল করছে। আমাদের বিয়ে হয়েছে বলে গণমাধ্যমে বলে বেড়াচ্ছে।’

লাবণী আরও দাবি করেন, প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে আতিক তাকে নানা সময় হুমকিও দিতেন। ফোন না ধরলে অন্য নাম্বার থেকে ফোন দিয়ে বিরক্ত করতেন। হুমকি-ধামকিও দিতেন। এ জন্য রাজধানীর কোতোয়ালী থানায় ২০১৬ সালের ১৬ জুলাই আতিকের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন লাবণী। তার অভিযোগ, জীবনে বড় হওয়ার স্বপ্নে পদে পদে কাটা হয়ে দাঁড়িয়েছে আতিক।

লাবণী অভিযোগ করে বলেন, ‘আতিক আগেও বিয়ে করেছিল। সে ঘরে তার এক মেয়ে ও ছেলে রয়েছে। বউয়ের সঙ্গে তার ডিভোর্স হয়েছে। সে ভালো ছেলে না।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি