ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

খুবই সাধারণ ও ঘরমুখী জীবনযাপন পছন্দ আনুশকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ২০ অক্টোবর ২০১৮

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী। অভিনেত্রী হিসেবে তিনি বেশ সফল। কারণ ব্যক্তিত্বসম্পন্ন এই অভিনেত্রী তার ক্যারিয়ারে দিয়েছেন বেশ কয়েকটি হিট সিনেমা। মজার বিষয় হচ্ছে এই অভিনেত্রীর লাইফস্টাইল অতি সাধারণ। সরল জীবনধারণে বিশ্বাসি এবং কম খরচে সবকিছু সামলে নেওয়ার চেষ্টা করেন। অপ্রয়োজনীয়ভাবে অর্থ খরচ করেন না তিনি।

এ বিষয়ে আনুশকা বলেন, ‘আমি মনে করি, এ ক্ষেত্রটি বিবেচনায় নিলে খুব ভাগ্যবান ও এগিয়ে আছি। আমি এমন একজন, যে অপ্রয়োজনীয়ভাবে অর্থ খরচ করি না। পার্টি বা অন্য কোথাও যাই না, কারণ ঘর থেকে বের হতে আমার ভালো লাগে না। খুবই সাধারণ ও ঘরমুখী জীবনযাপনের কারণে আমার খুব বেশি অর্থ খরচও হয় না। এটা বেশ ভালো, এর মানে এই নয় যে আমার পকেটে তেমন টাকা নেই।’

আনুশকা আরও বলেন, ‘যদিও অভিনেত্রীদের জীবনধারাকে অসংযত ও ব্যয়বহুল মনে করা হয়, তবে তিনি খুবই সাধারণ জীবনযাপন করেন।

উল্লেখ্য, আনুশকা শর্মার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুই ধাগা : মেইড ইন ইন্ডিয়া’। এ সিনেমাতে তিনি বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছিলেন। বক্স অফিসে ভালো আয় করেছে সিনেমাটি।

সূত্র : ডেকান ক্রনিকেল

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি