ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জুতা লুকানোর রীতির জন্য নিকের কাছে টাকা চেয়েছেন পরিণীতি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৭, ২০ অক্টোবর ২০১৮

সাত পাকের জীবনে বাঁধা পড়ছেন প্রিয়াঙ্কা-নিক। এ দু’জনের অসম প্রেমের সম্পর্ক নিয়ে কৌতূহল কাটেনি ভক্ত অনুরাগীদের ৷  ঠিক কবে তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ নিয়ে চলছে নানান গুঞ্জন

 জানা গেছে, চলতি বছরের ২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী৷ অবশ্য সবাইকে অবাক করে দিয়ে গত আগস্টে বাগদান সেরে ফেলেছেন দু’জন ৷

ইতিমধ্যেই জানা গেছে, যোধপুরের মেহরানগড় কেল্লায় বিবাহ পর্ব সারবেন প্রিয়াঙ্কা ও তার বিদেশি প্রেমিক নিক জোনাস ৷ রাজস্থানে গিয়ে সেই কেল্লাতে ঘুরেও এসেছেন নিক ও প্রিয়াঙ্কা ৷  

প্রিয়াঙ্কার বোন পরিণীতি চোপড়া কোনভাবেই এই অনুষ্ঠান মিস করবেন না, তিনি সাফ জানিয়ে দিয়েছেন। তার কথা স্পষ্ট৷ ইতিমধ্যেই, বিয়েতে জুতা লুকানোর রেওয়াজের জন্য দুলা ভাইয়ের সঙ্গে টাকার কথা নিয়ে আলোচনা তুঙ্গে৷

জানা গেছে, প্রিয়াঙ্কার বোন নাকি এজন্য ৫ মিলিয়ন ডলার চেয়ে বসেছেন নিকের কাছে৷ কিন্তু নিক জানিয়েছনে এ জন্য তাকে মাত্র ১০ ডলার দেওয়া হবে। এই কথা শুনে হাল ছাড়তে রাজি নন পরিণীতি৷ এছাড়া তিনি সেরা শ্যালিকা হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী ৷

বাগদানের অনুষ্ঠানে মুম্বাইয়ের পার্টিতে কাছের লোকজন ছাড়া তেমন কাউকে দেখা যায়নি৷ বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় কারা আছেন, সেদিকে মুখিয়ে আছেন তাদের অনুরাগীরা৷

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে, যোধপুরে তিন দিনব্যাপী এই জমকালো বিয়ের অনুষ্ঠান আয়োজন শুরু হবে ৩০ নভেম্বরে৷ আর বিয়ে হবে ২ ডিসেম্বর৷ শোনা যাচ্ছে, আত্মীয়-স্বজন মিলিয়ে প্রায় ২০০ জনকে নিমন্ত্রণ করা হবে সে অনুষ্ঠানে৷

কেআই/ এসএইচ/

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি